আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে যাত্রা শুরু আকিজ বশির গ্রুপের

owning the heritage

মা ভেসপায় বসে আছেন, ছেলে সেটি চালিয়ে মঞ্চে প্রবেশ করলেন। মঞ্চের মাঝখানে উঠেই তিনি জড়িয়ে ধরলেন মাকে। দুজনেরই চোখ অশ্রুভেজা। আনন্দাশ্রু। ভেসপা চালিয়ে আকিজ গ্রুপের ব্যবসার সম্প্রসারণ করেছেন প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিন। সেখ আকিজ উদ্দিনের স্মৃতিজড়িত সেই ভেসপা নিয়েই স্ত্রী মনোয়ারা বেগম ও সন্তান সেখ বশির উদ্দিন এলেন মঞ্চে। তাঁদের সঙ্গে আবেগে ভাসলেন আমন্ত্রিত অতিথিরাও। মা-ছেলের এমন দৃশ্যের মাধ্যমেই ‘বিয়ন্ড টুমরো’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ।

১৯৪০ সালে শিল্পপতি সেখ আকিজ উদ্দিন প্রতিষ্ঠা করেন আকিজ গ্রুপের। দীর্ঘ ৭০ বছর পেরিয়ে আকিজ গ্রুপ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে ১৭ বছর ধরে আকিজ গ্রুপকে দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়েছেন ছেলে সেখ বশির উদ্দিন। আকিজ গ্রুপের স্বপ্নগুলোকে আরও এগিয়ে নিতে তাঁর হাত ধরে গতকাল সোমবার যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ। এ উপলক্ষে গতকাল সোমবার (৬ মার্চ) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লোগো উন্মোচন ও জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আমার বাবা সেখ আকিজ উদ্দিন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। নিরলস চেষ্টা, পরিশ্রম, সততা আর ভিন্নধর্মী চিন্তাধারাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সবার কাছে সুপরিচিত। তাঁর কাজের মধ্য দিয়ে উন্নয়নশীল বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তৈরি করে গেছেন সাফল্যের চেতনা। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে রেখে গেছেন তাঁর অসাধারণ মতাদর্শ। বাবার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হলো আমাদের এই নতুন যাত্রা। আমার বিশ্বাস, আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ বশির গ্রুপ।

সেখ বশির উদ্দিন স্মৃতিচারণা করেন, ‘আমার বাবা দারিদ্রের মধ্য দিয়ে বড় হয়েছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে আকিজ গ্রুপকে দেশের সেরা ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছেন তিনি। পণ্যের মানের বিষয়ে বাবা কোনোদিন আপস করেননি। তাঁর সন্তান হিসেবে আমরাও সেই আদর্শ ধরে রেখেছি। বাবার কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তবে তিনি ‘জীবনের বিশ্ববিদ্যালয়’ থেকে শিক্ষা গ্রহণ করে সফল হয়েছেন। তিনি আমাদের সব ভাইকেই নৈতিক শিক্ষা দিয়েছেন এবং ব্যবসায়িকভাবে সফল হওয়ার মন্ত্র শিখিয়েছেন। বাবার মধ্যে নতুন অনেক আইডিয়া ছিল এবং সেই বিষয়গুলোকে তিনি বাস্তবায়ন করতেন। তাঁর যোগ্য নেতৃত্বেই আমরা সব ভাই সফল হয়েছি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের প্রতিষ্ঠানের কর্মীরাই আমাদের শক্তি।

আকিজ বশির গ্রুপের চেয়ারম্যান ও সেখ বশির উদ্দিনের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমি চাই, আমার সব সন্তান সফলতা অর্জন করুক। তবে সন্তানের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কোম্পানির সবাই যদি সহযোগিতা না করে, তাহলে সফলতা আসবে না। ব্যবসা করতে হলে সৎ থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমার স্বামী সেখ আকিজ উদ্দিন ব্যবসায় সফল হয়েছেন।’

অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাইয়ের নতুন ব্যবসার সফলতা কামনা করে বক্তব্য দেন সেখ আমিন উদ্দিন ও সেখ আজিজ উদ্দিন।

অনুষ্ঠানে জানানো হয়, আকিজ বশির গ্রুপের অধীনে রয়েছে আন্তর্জাতিক মানের সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিকেল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, জুট ইন্ডাস্ট্রি, স্টিল, চা এবং মালয়েশিয়াতে এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং ইন্ডাস্ট্রি।

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next
বেসামাল দাম: রড-সিমেন্টের সব তথ্য তলব
রড-সিমেন্টের সব তথ্য

বেসামাল দাম: রড-সিমেন্টের সব তথ্য তলব

রড ও সিমেন্টের বাজার লাগামহীন। বছরের ব্যবধানে এমএস রডের দাম টনপ্রতি বেড়েছে

You May Also Like