দেশে স্থাপত্য ও ইন্টেরিয়র সেক্টরে ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ১৪ই জানুয়ারি ‘ইন্টেরিঅল’ তাদের আনুষ্ঠানিক প্রমোশন শুরু করে। ইন্টেরিয়র কাজে ব্যবহৃত হয় এমন সব পণ্য নিয়ে গঠিত এই প্লাটফর্ম।
ক্রেতাগণ সহজ ও ঝামেলাবিহীনভাবে এখন অনলাইনেই তাদের প্রয়োজনীয় ইন্টেরিয়র পণ্য কেনাকাটা করতে পারবে। যার ফলে দোকান ঘুরে ঘুরে পণ্য কেনার বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। বাঁচবে অনেক মূল্যবান সময়। তবে কোন ক্রেতা চাইলে চেয়ারম্যানবাড়িতে অবস্থিত শো-রুম ভিজিট করেও প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে।
ইন্টেরিঅল সম্পর্কে বলতে গিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার এম, আবদুল্লাহ বলেন, Interior + All = Interioll শব্দটির মাঝেই রয়েছে আমাদের প্রতিষ্ঠানটির কথা। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল উপস্থাপনের মাধ্যমে একটি স্থানকে খুব সহজেই উপভোগ্য ও দৃষ্টিনন্দন করা সম্ভব। একজন স্থপতি, প্রকৌশলী বা বাড়ির মালিক হিসেবে আপনার সাথে, আপনার চারপাশ সাজানোর জন্য প্রয়োজনীয় ও যুগোপোযোগী পণ্যের উপস্থিতি নিশ্চিত করারই ইন্টেরিঅলের মূল লক্ষ্য। এতে করে অনলাইন প্লাটফর্মে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেশের আর্থ সামাজিক ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন যুক্ত হবে এবং স্মার্ট বাংলাদেশ অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে।
শুরুতে কয়েকটি সেগমেন্টের কিছু পণ্য দিয়ে শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যে সব ধরনের দেশি-বিদেশি পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির আরেক ম্যানেজিং পার্টনার এস এম নাজমুল হক। মানসম্মত সব ধরনের ইন্টেরিয়র পণ্য দিয়ে গ্রাহককে সেবা দিতে চান বলে যোগ করেন তিনি। পাশাপাশি এই ইন্ডাস্ট্রিকে স্মার্ট ভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
সাইটটি ভিজিট করতে: www.interioll.com
#interior #products #onlinemarketplace #boards #sheets #wallpapers #charcoalsheet #charcoallouver #grass #partition #flooring #woodenflooring #pvcflooring